Latest Collection

New Arrivals

Luce elegance long sleeve dress collection

Review

slide 1
Image Slide 1
Customer Review
Image Slide 2
Customer Review
Image Slide 3
Image Slide 4
Image Slide 5
previous arrowprevious arrow
next arrownext arrow
Shadow
Norway Timelapse
PlayPlay
Budapest Timelapse
PlayPlay
Iceland Timelapse
PlayPlay
Berlin Timelapse
PlayPlay
London Timelapse
PlayPlay
previous arrow
next arrow
Norway Timelapse
Budapest Timelapse
Iceland Timelapse
Berlin Timelapse
London Timelapse
previous arrow
next arrow
Special Offer

Up to 30% OFF

অফিসে বা  কর্মক্ষেত্রে ছেলেদের শার্ট-প্যান্টের মানানসই কালার কম্বিনেশন কেমন হতে পারে?

 যেহেতু অফিসে ফরমাল ড্রেসকোড অনুসরণ করাই শ্রেয়, তাই ফরমাল ড্রেসকোড অনুযায়ী ছেলেদের শার্ট-প্যান্টের মানানসই কালার কম্বিনেশন নির্বাচন করাই হতে পারে স্মার্টনেসের অন্যতম পরিচায়ক। আসুন জেনে নিই কোন রঙের শার্ট-প্যান্টের কম্বিনেশন সব ছেলেদের সাথে মানানসই-

 

সাদা-কালো (𝐁𝐥𝐚𝐜𝐤 & 𝐖𝐡𝐢𝐭𝐞): সাদা শার্টের সাথে কালো প্যান্টের কম্বিনেশন ছেলেদের কাছে দীর্ঘ যুগ ধরে বহুল ব্যবহৃত ও বেশ জনপ্রিয়। বর্তমান সময়েও যার আবেদন এতটুকু কমেনি। সাদা-কালো কম্বিনেশনের একটি সেট অনায়াসে আপনার সংগ্রহে রাখতে পারেন।

আকাশি-কালো (𝐒𝐤𝐲 𝐛𝐥𝐮𝐞 & 𝐁𝐥𝐚𝐜𝐤): আকাশি রঙের শার্ট আর কালো রঙের প্যান্ট যেকোন বর্ণের ছেলের সাথেই দারুণ মানায়। সপ্তাহের দুই-একদিন এই কম্বিনেশনে অফিস করতে পারেন খুব স্বাচ্ছন্দ নিয়ে।

গোলাপী-ধূসর (𝐏𝐢𝐧𝐤 & 𝐆𝐫𝐞𝐲): গোলাপী বলতেই আমরা ধরে নেই মেয়েদের রঙ। তবে বর্তমান সময়ে এই ধারণায় ব্যাপক পরিবর্তন লক্ষণীয়। হালকা  গোলাপী রঙের শার্টের সাথে ধূসর রঙের প্যান্ট যেকোন বর্ণের ছেলেকে যথেষ্ট গর্জিয়াস লুক দিতে সক্ষম। দৈনিক একই রঙের শার্ট-প্যান্ট না পরে এই কম্বিনেশনটিও পরে দেখতে পারেন।

অলিভ গ্রীন-বাদামি (𝐎𝐥𝐢𝐯𝐞 𝐠𝐫𝐞𝐞𝐧-𝐁𝐫𝐨𝐰𝐧): ছেলেদের গায়ের রঙ যেমনই হোক না কেন, সকলের জন্যই এই কালার কম্বিনেশনটা  প্রযোজ্য ও বেশ মানানসই।  সপ্তাহে একদিন ব্যবহারের জন্যে হলেও এই কম্বিনেশন্টা সবার সংগ্রহে থাকা উচিৎ।

নীল-সাদা (𝐁𝐥𝐮𝐞-𝐖𝐡𝐢𝐭𝐞): নীল শার্টের সাথে সাদা প্যান্ট, কেমন হবে এই কম্বিনেশন? প্যান্টের কথা চিন্তা করলেই, আমাদের মনে ভেসে উঠে যথারীতি কালো, ধূসর আর নীল, এই তিনটি রঙ। কমন কালারের বাহিরে চিন্তা করলে, এটি হতে পারে একটি আদর্শ কম্বিনেশন।

তবে অফিসে বা কর্মক্ষেত্রে নিজেকে সবসময় স্মার্টভাবে উপস্থাপন করতে, শার্ট-প্যান্টের কালার নির্বাচনের বিষয়ে একটা বেসিক সূত্র সবাই অনুসরণ করতে পারি। আর তা হচ্ছে, হালকা কালারের শার্টের সাথে ডীপ কালারের প্যান্ট অথবা ডীপ কালারের শার্টের সাথে হালকা কালারের প্যান্ট।

#formalwear #formaldress #shirtfabric #pantfabric #shirtpiece #pantpiece #officialdress #officerbd #BD

 একটি ভুল পোশাক নির্বাচন, আপনার ব্যক্তিত্বকে মুহুর্তের মধ্যে ধুলোয় মিশিয়ে দেওয়ার জন্য যথেষ্ট।

কাজেই পোশাক ক্রয় করার ক্ষেত্রে তা নির্বাচন বা পছন্দ করার সময় আমাদের সচেতনতা ও সতর্কতা উভয়ই প্রয়োজন। পোশাক বা ফ্যাশন সচেতন ব্যক্তিরা কাজটি সহজে করতে পারলেও, সবার জন্য কাজটি সহজসাধ্য নয়। সবার কথা চিন্তা করে 𝐎𝐟𝐟𝐢𝐜𝐞𝐫 𝐛𝐝 কিছু পরামর্শ তুলে ধরছে। যা, সবাইকে পোশাক পছন্দের বিষয়টি একেবারে সহজতর করে দিবে ইনশাআল্লাহ্‌।

আসুন জেনে নিই 𝐎𝐟𝐟𝐢𝐜𝐞𝐫 𝐛𝐝 এর পরামর্শের আলোকে পোশাক পছন্দে আমাদের করণীয় ও বর্জনীয় বিষয়গুলো কেমন হতে পারে –

 করণীয়ঃ

 পোশাক ক্রয়ের আগে সঠিক কারণ বা উদ্দেশ্য জানা।

 পোশাকের রঙ নিজেকে ভুল ভাবে উপস্থাপন করবে কিনা তা নিশ্চিত হওয়া।

 পোশাকের ডিজাইনটি নিজের সাথে এবং ক্রয়ের উদ্দেশ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা তা নিশ্চিত করা।

 পোশাকের সাইজটি নিজের সাথে মানানসই কিনা সেদিকে লক্ষ্য রাখা।

 পোশাকটি শরীরে কোন অস্বস্তি তৈরি করবে কিনা তা নিশ্চিত হওয়া।

 পোশাকের ব্যবহার ও রক্ষণাবেক্ষণ সম্পর্কে সঠিক ধারণা নেওয়া।

বর্জনীয়ঃ

 নিজের ব্যক্তিগত পছন্দের কালার হলেই ঐ কালারের পোশাক ক্রয় করা।

 কোন ডিজাইনের পোশাক জনপ্রিয় হলেই ঐ ডিজাইনের পোশাক ক্রয় করা।

 নিজের পছন্দের সেলিব্রেটির পরিধেয় পোশাকটির মতো পোশাক ক্রয় করা।

 বন্ধু বা কলিগকে যে পোশাকে ভালো লাগছে সেই একই পোশাক নিজের জন্য ক্রয় করা।

 দোকানে ডলের গায়ে অথবা অনলাইনে প্রদর্শিত পোশাকটি সুন্দর লাগছে, তাই তা ক্রয় করা।

 একেবারে সস্তা বা অনেক দামী দেখে পোশাক ক্রয় করা।

মোট কথা একটি পোশাক আপনি বা আমার কাছে যত সুন্দরই হোক না কেন, সেই পোশাকে আপনি বা আমাকে সুন্দর লাগবে কিনা সেটিই বিবেচ্য হওয়া উচিৎ।

 সাদা শার্ট-কালো প্যান্টের সমন্বিত ফ্যাশন চর্চা (Black & White)

সাদা শার্ট-কালো প্যান্টের সমন্বিত ব্যবহার হচ্ছে একটি ক্লাসিক ফ্যাশন কম্বিনেশন। এটি যেকোন বর্ণের পুরুষকে একটি চমৎকার সুন্দর আত্মবিশ্বাসী লুক দিতে সক্ষম। আর তাই দীর্ঘ যুগ ধরে এর ব্যবহার ও জনপ্রিয়তা বজায় রয়েছে সমভাবে। আসুন জেনে নিই সাদা-কালো কম্বিনেশন ব্যবহারকারীদের বয়স, লিঙ্গ, ব্যবহারের উপলক্ষ –

এই কম্বিনেশন কোন বয়সের উপযুক্ত?

 শৈশব থেকে শুরু করে তরুণ, মধ্যবয়সী সহ বয়স্ক ব্যক্তিদের জন্যও এই কম্বিনেশনটি  চমৎকার মানানসই।

 এই কম্বিনেশন পুরুষ নারী কাদের জন্য প্রযোজ্য?

 সাধারণত আমাদের দেশে পুরুষদেরকে এই কম্বিনেশনটি অধিক ব্যবহার করতে দেখলেও নারীদের জন্যও এটি প্রযোজ্য।

 এই কম্বিনেশন কোথায় ব্যবহারের উপযোগী?

 স্কুল-কলেজের ইউনিফর্ম থেকে শুরু করে অফিসে, সামাজিক ইভেন্টস বা পার্টিতে, রোম্যান্টিক ডেট নাইটে, ক্যাজুয়াল দিনে বা শপিংয়ে ছাড়াও দৈনন্দিন প্রয়োজনে ও পছন্দ অনুসারে এই কম্বিনেশনের যথেষ্ট ব্যবহার পরিলক্ষিত হয়।

 মজার ব্যপার হচ্ছে সাদা শার্ট-কালো প্যান্টের এই কম্বিনেশনটি সব ঋতুতেই ব্যবহার উপযোগী। তাই এর প্রয়োজন, চাহিদা ও জনপ্রিয়তার কথা চিন্তা করে 𝐎𝐟𝐟𝐢𝐜𝐞𝐫 𝐛𝐝 তে পাওয়া যাচ্ছে সাদা শার্ট-কালো প্যান্টে কম্বিনেশনের বেশ কিছু চমৎকার কালেকশন, যার শুরু মাত্র ১২৫০/= টাকা থেকে।

#formalwear #formaldress #shirtfabric #pantfabric #shirtpiece #pantpiece #officialdress #officerbd #BD

 

আসুন জেনে নিই, ছেলেদের ফরমাল ড্রেসের ব্যবহারকারী কারা অথবা কাদের জন্য প্রযোজ্যঃ

চাকরি প্রার্থীরা।

সুনির্দিষ্ট কিছু ছাত্র ও শিক্ষকমন্ডলী।

ব্যাংকার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবীগণ।

ছোট বড় উদ্যোক্তাগণ।

সেলস ও মার্কেটিং জবে নিয়োজিত ব্যক্তিগণ।

সরকারী, বেসরকারী চাকরিজীবী সহ বর্তমান সময়ের কর্পোরেট ব্যক্তিগণ।

সংবাদ উপস্থাপক সহ বিভিন্ন মিডিয়া ব্যক্তিগণ।

উল্লেখিত পেশার ব্যক্তিবর্গ ছাড়াও পছন্দ ও প্রয়োজন অনুযায়ী অনেকেই ফরমাল ড্রেস ব্যবহার করে থাকেন।

#shirtfabric #shirtpiece #pantfabric #pantpiece #officialdress #officerbd #BD

Shopping Cart
Scroll to Top